কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের রেজুখাল ব্রীজ এলাকা থেকে বাস তল্লাশী করে ইয়াবাসহ মোস্তফা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। এসময় তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রেজুব্রীজ এলাকায় তল্লাশীকালে ডগ ফিডো ধারা এসব ইয়াবা শনাক্ত করা হয়।
আটক মোস্তফা খাতুন কক্সবাজারেরর মিঠাপানিরছড়া এলাকার রাজা মিয়ার স্ত্রী।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সুপারি বেতর করে অভিনব কৌশলে পাচারকালে এসব ইয়াবাসহ এই নারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে রামু থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।
Leave a Reply