সাইফুল ইসলাম:
কক্সবাজার শহরের পর্যটন নগরী কলাতলীর হোটেল-মোটেল জোনে পৃথক অভিযান চালিয়ে কটেজ থেকে ৫২ জন পতিতা ও খদ্দরকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে তিনটি কটেজে অভিযান চালিয়ে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের দায়ে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কক্সবাজারের হোটেল মোটেল জোনে জেলা পুলিশ অভিযান চালিয়ে কটেজ থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অপরাধে ৫২ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। এছাড়াও অনৈতিক, অসামাজিক, মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply