সীভিউ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নড়াইলের এক আদালত।
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ আদালতের বিচারক আমাতুল মোর্শেদা বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সঞ্জিব কুমার বসু জানান, নড়াইলের বীর মুক্তিযোদ্ধা মো. শাহাজান বিশ্বাসের করা এ মামলায় তারেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সেই টাকা না দিলে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এ নিয়ে মোট চারটি মামলায় সাজার রায় হল খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে।
অর্থ পাচারের একটি মামলায় সাত বছর, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং একুশে অগাস্টের গ্রেনেড মামলায় যাবজ্জীবন কারাদণ্ড মাথায় নিয়ে বিদেশে পলাতক তারেক।
Leave a Reply