সংবাদ বিজ্ঞপ্তি :
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন ও বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ উৎসব এবং আলোচনা সভা করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
শনিবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৈমু্দ্দিন রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক শারব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হোসনে আরা মতিন, আওয়ামী লীগ নেতা ব্যারিষ্টার আবুল কালাম, রবিন পাল, মেহের নীগার, রোজি হক, নাজমা হোসেন, রাবেয়া জামান জোসনাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রসংশা করে বক্তারা বলেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনার একাগ্রতার জন্যই পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হয়েছে। ডিজিটাল বাংলাদেশের পর মধ্যম আয়ের দেশ হিসেবে শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। দেশীয় ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার উচ্চারন করে অতিথি মেয়র মুজিবুর রহমান বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ দেশের বাইরে যথেষ্ট শক্তিশালী সংগঠন। এভাবেই যেন সারাজীবন বিদেশের মাটিতে স্বাধিনতার স্বপক্ষের শক্তি মাথা উঁচু করে থাকতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন কক্সবাজারের নগর পিতা।
এর আগে সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ, ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে জীবন আত্মত্যাগকারী শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিনের কেক কাটা হয়।
প্রচ্ছদ কক্সবাজার
যুক্তরাজ্য আ’লীগের সাথে পদ্মা সেতুর উদ্বোধন ও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন মেয়র মুজিব
প্রকাশের সময় :২৬ জুন, ২০২২ ১:১৬ : অপরাহ্ণ


Leave a Reply